আসুক ফিরে বারেবারে,
জন্ম থেকে জন্মান্তরে।
একবার নয় শত শত বারে।
এমন একটা শুভ দিন,
তোমার আমার সবার,
এই শুভ জন্মদিন।

আসুক ফিরে বারেবারে,
স্বপ্ন নিয়ে হাজার আশা দিয়ে,
নতুন সুরে, বারে বারে,
গেয়ে জীবনের নতুন গান।
সেজে উঠুক নব সাজে,
ফিরে আসুক এই জীবনে প্রাণ।
...................................................।।
মাতৃ গহনে, উদরের আঁধার গগনে,
অতি যতনে, হাজার স্বপনে।
নিয়ে ছিলাম আশ্রয় স্বপ্নের আশায়।

তিন শত রজনী,কাটিয়ে জননী।
সুখে দুঃখে বেদনায়, আনন্দ যন্ত্রণায়।
জন্ম দিল এই ক্ষণে এই শুভদিনে,
পরম আদরে স্নেহ ভালোবাসায়।
...................................................।।
৩রা নভেম্বর,১৯৭৭ সাল,
হালকা শীতল হৈমন্তের পড়ন্ত বৈকাল।
হয়ত বেদনা দিয়ে জন্ম নিলাম মোর মায়ের কোলে।
মা মোরে,জড়িয়ে ধরে,পরম আদরে, সব বেদনা যন্ত্রণা ভুলে।
মা আমার বিবি সারাতন,পিতা তোফুর মোমিন-
দুজনে তাঁরা মোদের রেখে দিগন্তে হলেন বিলীন।
এই শুভ জন্মদিনে, তাঁদের বিনা শুণ্য জন্মদিন।
আপনারা মোর আপন সাথী, আশিষ দিয়ে,পাশে থাকবেন চিরদিন।
ধীরে ধীরে একটু করে কখন যেন চল্লিশটি বছর হল পার।
আমি এখন বড়ো একা,চাইছি আশিষ বারবার।
...................................................।।