ভাবি নিশিদিন,
নিঃঙ্গ ,সঙ্গ হীন,
ঘুরি ফিরি পল্লীর প্রান্ত ধারে।
ক্লান্ত হৃদয়,বিষন্ন বদন,আমি খুঁজি যারে।
বিষন্ন বদনে,
একা আনমনে,
আনমনা আননে,সুরভিত বসনে
সে কি খুঁজে আমায় নির্জন কাননে?
বিকশিত ফুল,
ভরিয়া দুই কুল,
দোয়েল,কোকিল,শ্যমার মধূর কূজন।
দাও না খোঁজ শখা,কোথায় মোর প্রিয়জন?
আসিল দোয়েল,টিয়া
কানে দিল কহিয়া।
আসিয়াছে প্রিয়া,ঐ প্রেম সাগরের তীরে।
আমাদের স্বপ্ন ঘেরা নীড়ে। বলিয়াছি তারে।
কোথায় মোর প্রিয়া?
খুঁজেছি প্রাণ দিয়া।
খুঁজে নাই নিজ হৃদয় মহাসাগরে।
ব্যাকুল প্রাণ,বাড়িয়েছি জ্বালা অন্তরে।