মোর ছোট্ট কুঁড়ে ঘর,ঐ যে ঐ নদীর তীরে।
কত ভাল আশা- কত ভালবাসা বুকে ঘিরে।
রেখেছি বহু যতনে।
গেঁথেছি শুধু স্বপনে।
রচেছি নীল স্বপ্নের নীড় অতি ধীরে ধীরে।
নদীর ঐ মিঠা জলে,শেওলারা দলে দলে।
আসিয়া পদতলে, কি যেন বার বার বলে।
সাজিয়ে জল মালা।
নিয়ে পদ্মের থালা।
সাজিয়ে জলের তলে,বিকশিত বহু ফুলে।
স্বপ্ন কুড়াই,আশা কুড়াই-রাখি মোর ঘরে।
কষ্ট তাড়াই-বেদনা লুকাই-রাখি অন্তরে।
শুধু বহু বেদনা।
আর কষ্ট যন্ত্রানা।
নেই ঐ নীড়ে-শুধু আছে সুখ বুকটি ঘিরে।
..............................।