মনকে আমি দিলাম ছুটি-তারে  আমি বলবো না।
সে যে আমার মনের সাথী-তারে আমি ভুলবো না।
সে যে আমার মনের বাসায়।
আছে বড় প্রেম ভালোবাসায়।
সে যে আমার পূষ্পলতা-তারে আমি তুলবো না।

যখন তখন উড়ে যায়,নীল সবুজ স্বপ্নের খোঁজে।
কত না কষ্ট মনে রাখে,সহ্য করে মুখটি বুজে।
থাকে শুধু বড় মনের আশায়।
একটু খানি প্রেমের নেশায়।
ইচ্ছাগুলো উড়িয়ে দিয়ে, ফাঁকা থাকে শুধু নিজে।

যতই রাখি আদর করে,পারবো কি তারে রাখতে ধরে?
ব্যথা দিয়ে মনের তীরে, একদিন সরে যাবে বহু দূরে।
মনটি মোর মনের মত।
দুঃখ,কষ্ট রাখে যত।
লুকিয়ে রাখে মন সাগরে,একা ঘুরে ফিরে আপন নীড়ে।

মনটি  দুঃখ কুড়াই,কষ্ট কুড়াই, ভালোবেসে প্রতিদিন।
কখন যে আশা গুলো শুকিয়ে গিয়ে, হয়ে পড়ে ক্ষীণ।
মনটি চলে মনের করে টিক টিক।
কখন হয় বেশামাল, নাহি চলে ঠিক।
আশাগুলো আশায় থাকে, হয়ে যায় কোথায় যে বিলীন?


রচনাঃ-১৪ই জুলাই,২০১৭
নগর,মুর্শিদাবাদ