মনের পাখি মনেই থাক,
যাস নে রে তুই উড়ে।
বাহির জগৎ তপ্ত আজি
যাবি রে তুই পুড়ে।
শীতল বনে,নিজের মনে
করিস আপন খেলা।
নদীর তীরে শিমুল বনে
হাজার পাখির মেলা।
মনের সুরে,দিন দুপুরে
ছড়াই সুরের সুর।
মাদল বাজে,নানা সাজে-
বাজে প্রেমের নূপুর।
পাহাড় ঘিরে,পাখির ভিড়ে
থাকিস - নিয়ে সুর।
বাঁধন খোলা,প্রাণ ভোলা
সুর তোলে বহু দুর।
চন্দ্র আলো,শীতল কালো
মেখে শীতল জ্যোৎস্না।
মেঘে চলে ধীরে ধীরে-
খুঁজে আকাশ মোহনা।