জানিনা, আজ যেন বহুদূর
যেন সব কিছু হৃদয়ের ওপারে।মনের বাহিরে।
কবিতার আর গানের ছন্দ সুর আজ বাজেনা হৃদয়ের অন্তরে।
বহু চেনা,জানা মধুর প্রেমের শব্দ তরঙ্গ হারিয়ে গেছে গভীর আঁধারে।
সেই চেনা শব্দগুলো বড় ব্যথায় বাজে নিস্পাপ কর্ণ কুহরে।
আজ চেনা সুর, চেনা গান, নীরস হয়ে হারিয়েছে ঐ শান্ত দিগন্তে।
এলোমেল শত কত কবিতা লিখে চলেছি মনের অজান্তে---
ছুঁতে পারিনি মনের মাটির কোমল কণা।
তাই যেন চেনা শব্দগুলো হয়েছে অচেনা।
তাইতো বুঝি আজ সব কিছু কবিতা থেকে বহুদূর।
বিস্বাদ নীরস আজ, যা ছিল একদিন সুমধুর।
হৃদয় যেন গ্রীষ্মের শুকনো প্রাণহীন দুপুর।
দিয়েছি হৃদয়ের বাঁধন খুলে।
দিবারাত্রি সব কিছু ভুলে।
লিখছি এলোমেলো ছন্দ সুরহীন কবিতা।
বেরিয়ে আসুক পুরানো স্মৃতি আর সত্যতা।
একই বাঁধনে বেঁধে যাক ভাঙা মনের ভাঙা সভ্যতা।
...........................................................................