মন যে মনের কথা বলে,
মনেতে মন রেখে থাকা চাই।
মনের মাঝে কত স্বপ্ন খেলে,
আনন্দে কাটে সারা সময়।
মন যে মনের কথা বুঝে,
হাজার স্বপ্নে থাকে এ হৃদয়।
হৃদয় যে মনের প্রেম খুঁজে-
কেটে যায় অনন্ত সময়।
মন আজ স্বপ্ন পাখি হয়ে,
মনের সীমানায় উড়ে যায়।
ঐ সীমানার তীরে স্বপ্ন হয়ে,
কাটাতে চাই অনন্ত সময়।
মন আজ ফুল পাখি হয়ে,
ঐ মনের কাননে মাঝে রয়।
ধরনীর বুকে গানটি গেয়ে,
মনোরম সুবাস ছড়ায়।
মন মনের নদী স্রোত হয়ে,
নিজ মনে বয়ে চলে যায়।
যেতে যেতে মধুর স্বপ্ন হয়ে,
হাজার মনের তৃষ্ণা মেটায়।