ঐ বুঝি এল
ঘন মেঘে বাদল ধারা।
তুমি বিনা মন
কেন দেয়না সাড়া?
নাচে হৃদয়,
মেঘ সুরের তালে তালে।
ময়ূরীর প্রেমে
নাচল ময়ূর বর্ষাকালে।
আমার এই মন
ভাবে সারাক্ষন।
বর্ষা মাখা মেঘভেজা জলে।
গুর-গুর ডাকের সুরের তালে।
বিজলী হাসি-
নিয়ে রাশি রাশি-
নিয়ে আনলে-
কি প্রেম কথা,মোর জানালে?
এই বৃষ্টি ঝরা
রৌদ্রমাখা বাদলা দিনে।
মন যে উতাল
কেন জানিনে?
জানি শুধু
তোমারই তরে।
মন যে ব্যাকুল
কেমন করে?
........................