নিজ ধর্ম, নিজ কর্ম-
নিয়ে ব্যস্ত জীবকূল।
তুমি যে জীব শ্রেষ্ঠ
তবু কেন শত ভুল।
সুখ শান্তির বার্তা শুনে
জেগে ওঠে শত ফুল।
মধূর বনে, আনমনে
সুর তোলে ঐ বুলবুল।
ঐ সুরে সুর মিলিয়ে,
জাগে সারা জগৎ বিশ্ব।
তুমি কেন নীরব থাকো,
জাগো,দেখো প্রেম দৃশ্য।
দৃশ্য মাঝে মধূর মিলন,
সৃষ্টির মাঝে শত সত্য।
ভাঙা গড়ার মাঝে আছে,
এক মধুর মিলন নিত্য।