[আসরের চির পরিচিত পরম শ্রদ্ধেয় কবি ও আবৃত্তিকার কবি “সৌমেন বন্দ্যোপাধ্যায় (পীযূষ কবি)” মহাশয়কে আমার এই লিখা উপহার দিলাম। যার লিখা কবিতা ও লিখা পড়লে মনে প্রাণে জাগে ছন্দ আর সুর। ]
হৃদয়ে আজ স্বপ্নের বসন্ত
আনিল ফাগুন চৈত্র মাস।
মনের তীরে ধারে ধারে-
পলাশ শিমুল কৃষ্ণচুড়ার বাস।
গানে গানে কাননে কাননে
জাগিল স্বপ্নের বসন্ত।
হাজার ফুলে হাজার রঙে
সাজিল অসীম দিগন্ত।
সুর দিয়ে যায় প্রাণ ভ্রমরা,
শুনি অজানা পাখি গান।
নতুন সুরে নূপুর বাজে,
জুড়ায় মোদের প্রাণ।
দোলা লাগে হৃদয় মনে,
সুরভি ধারার এই লগন।
রং লেগেছে মন কাননে,
সব বিকশিত,নয় গোপন।
রামধনুর রং নামিল-
রাঙিয়ে দিল হাজার মন।
সেই মনেতে দোলা জাগে-
আজ স্বপ্ন ছড়ায় সারাক্ষণ।