কিবা রাত কিবা দিন
মিছে ভাবি প্রতিদিন।
আঁধার কালো রাতে-
খুঁজে যায় নব প্রভাতে।
আকাশের তারারা এলোমেলো।
চাঁদহীন আকাশ রাত্রি কালো।
জোনাকি প্রদীপ জ্বালে।
হাজার স্বপ্ন ফেলে।
জেগে রয় স্বপ্ন রজনী-
সত্য না মিছে লিখে অনন্ত কাহিনী।
মিছে ভাবি প্রতিদিন।
কিবা রাত কিবা দিন ।
স্বপ্ন ভাঙা মনের ঘর,
খুঁজে কেন বারবার।
শত আশা, আজ নিরাশা,
বুঝিনা কোনটি সবুজ কিবা রঙিন-
মিছে ভাবি প্রতিদিন।
না দৃষ্টি বিহীন।
নিরাশায় ঝরে পড়া,
না-আদরে রুপোয় গড়া।
ঝরে থাকে ভোরের শিশির,
না শিউলী বেদনার আঁখি নীর।
মিছে ভাবি প্রতিদিন।
না নিজে হিসাব বিহীন।