হাজার স্মৃতি মনের গভীরে
আজও আছে জমা।
জাগিস না তুই ওরে সোনা।
আরও একটু ঘুমা।


জাগলে পরে, মনের ঘরে-
আসে বেদনার দল।
ব্যথায় ব্যথায় বুক ফেটে যায়।
চোখে ঝরে অতীত জল।