গুড় গুড় কার ডাকে? থেকে থেকে,উঠল সাগরে ঢেউ,সুর তরঙ্গ।
মেঘেদের গর্জনে,আর অতি বর্ষণে,দিশে হারা বন কীট পতঙ্গ।
দিক হারা বুলবুলি।
প্রেম নেশায় মরালী।
ধরা আজ সাজালো বুঝি তার অঙ্গ, ছড়িয়ে বাতাসে সুরের তরঙ্গ।
রবি হাসে,মেঘ পিছে,বসে বসে,কালো মেঘের আড়ালে।
কত না প্রেম ভালোবাসা পাবে তুমি একটু হাত বাড়ালে।
মেঘেদের ছুটি আজ।
নাহি রব সাজ সাজ।
সিক্ত হৃদয় করে,সাজিয়ে মায়ার বাঁধনে কেন তুমি জড়ালে?
মেঘরাশি কাদের ভালোবাসি,ছুটে চলে অজানা নীল গগনে।
কাদের কানে কানে,কি মধুর গানে গানে ছুটে যায় আনমনে।
মিশে চলে নীল দিগন্তে।
সব খুঁজে পায় অজান্তে।
কালো মেঘ সাদা হয়,কার ভালোবাসার দানে?ভালো লাগে প্রাণে।
ক্লান্ত মেঘ মালা,শেষ করে আপন,খেলা ফিরে চলে নীড়ে।
কখনও দ্রুত বেগে চলমান,কখন শান্ত,ক্লান্ত চলে ধীরে ধীরে।
ফিরে চলে আনন্দে।
কেয়া,বেলীর সুগন্ধে।
আনন্দে গান গেয়ে,কখনও নদী বেয়ে,চলে ফিরে ফিরে।
রচনাঃ ১৬ ই জুলাই-২০১৭
নগর,মুর্শিদাবাদ