নীল আকাশে রঙ ঢেলেছি,
মেঘ তুই আসিস না।
যখন তখন জল ঢেলে দিস,
আমায় ভালোবাসিস না!

কালো মেঘে রামধনূর রঙ,
কিভাবে তুই আঁকিস।
সকাল বিকাল বৃষ্টি হয়ে,
আমায় কেন ডাকিস?

ধরার বুকে মাটির কাছে,
কেন ছুটে আসিস?
ধরা আমার বড়ো আপন,
একটু ভালোবাসিস।

ধরার বুকে ফুলের শোভা,
তোর যে অনেক দান,
শুকনো মাটি শীতল হল,
গাইল তোর গান।


বাকি আছে—
রচনাঃ-২৩ জুলাই,২০১৫