আমি-আমার জীবন
মহঃ সানারুল মোমিম
শ্বেত কাগজের গায়ে নীরব আঁচড় ,
বাক্য লিখে চলে কলম আমার।
প্রকৃতির হৃদয়ে লুকানো শত সহস্র,
টেনে খুঁজে রহস্য করে বার।
ভালো মন্দ,সুখ দুঃখ আত্মারা সব,
মিলে মিশে এক হয় নিজে নিজে।
পাথরের কোলে ফুটুক মানবমুকুল,
মনুষ্যত্ব জাগুক মিলিত নব বীজে।
একটু নিয়ে এসো ফুলের সৌরভ
মৃত প্রায় ফুলের রক্ত নিঃশ্বাস থেকে ।
অনন্ত কাল চির সুগন্ধী জাগুক,
ঘুমন্ত আত্মার নাকে যেন না ঠেকে।
গভীর আঁধার থেকে আলো জড়ায়,
আগামী প্রত্যুষের চঞ্চল ভাবনায়।
ঘুমন্ত শিশুকুল জাগবে ধীর নীরবে,
ভীত ক্লান্ত অলস প্রতিটি মন হৃদয়।