হয়তো এক সময়
         মহঃ সানারুল মোমিন
      
আমি শুধু একবার দেখতে চাই
পূর্ণিমা রাতে জোছনায় ঝলসানো একটি রাত।
যেন মুছে যায় পৃথিবীর বুক থেকে নানান জাত পাত।

হয়তো আমার শরীর ঝলসাবে
অসহায় জোনাকির মৃদু আলোর পরশে।
হয়তো কোনদিন নতুন ইতিহাস সৃষ্টি হবে
আগামীর কোনো এক বর্ষে ।

সূর্যের কিরণ থাক আমাদের সৃষ্টি মিউজিয়ামে
হোক না হাজার ডিগ্রী উষ্ণতা
আদর যত্নে রেখে দিব আমাদের শরীরের খামে।

পুড়ে ছাই হবে ধীরে ধীরে মানবতার ইতিহাস
একবার খুঁজে নিও
দেখবে,হয়তো জীবন্ত হয়ে আছে জীবনের উপন্যাস-

[লক ডাউন প্রিয় আদরের করোনার আগমন সেই সময় এর লেখা-পুরানো লেখা নতুন ভাবে কাছে প্রত্যাবর্তন একটু ভালোলাগা তাই পোস্ট]