আমি দেখেছি পৃথিবী-
আকাশ বাতাস।
এসেছি তোমার হৃদয় ছিড়ে।
তুমি আমার “জননী”-
নিশ্বাস, বিশ্বাস।
মিশে গেছো আজানা ভিড়ে।
বসন্তের ঝরে যাওয়া ফুল-
ডেকেছে তোমায়।
তুমি মিশে তাদের মাঝে।
হৃদয়ে চির ব্যথা দিয়ে-
২৮ শে ফাগুন
মিশেছো আলো আঁধারই সাঁঝে।
শূন্য মন শূন্য প্রাণ-
বল না “মা”,
কোথায় একবার খুঁজে পাই।
শূন্যে দেখি,ভেজা দু আঁখি-
করুণ মিনতি।
জীবনে আরও একবার চাই।
বুঝিনি তোমার মনের কথা,
মনের ব্যথা,
করেছি হাজার অন্যায় জ্বালাতন।
তবু করেছো স্নেহের আদর-
রেখে শূন্য উদর।
বলেছ শিশু নাকি মানিক রতন।