হয়তো একদিন-১
  মহঃ সানারুল মোমিন

ঐ আকাশের বাঁকে,
যেথা তারারা ঝাঁকে ঝাঁকে,
ফুটে আছে সারাটা রজনী।

আজ তারা যেন কাঁদে,
পড়ছে অচেনা অদৃশ্য ফাঁদে,
নীরব ব্যথায় সবুজ ধরণী।

জোনাকির আলো-কিরণে,
পুড়ে ছাই-কারণে অকারণে।
হৃদয় বিশ্ব ভুবন  পৃথিবী।  

হাতের সত্য কলম খানি,
আজ যেন প্রানহীন ফুলদানী,
মিছে লিখি আমি অন্ধ কবি।

পুড়ে শুধু ছাই ছাই-
হাহাকার কলরব-খাই খাই।
অচল ভাবনা মনে প্রাণে।

দিবা রাত্রি কাঁদে ছন্দ,
বাতাসে বে-সুরের গন্ধ।
কর্কশতা সুর বিহীন গানে।

............................................................
প্রকাশের সময়: ২৯/০১/২০২০, ০১:১০ মি: