পৃথিবীর শরীর জ্যোৎস্নায় মোড়ায় রাত।
হাজার স্মৃতি লিখা মেঘ পালকের ভাঁজে।
বৃথা স্বপ্নের উৎপাত, শুধু প্রাণহীন কাজে।
শুকনো মাটির গভীরে, গভীরের অতি আঁধারে।
কবিতারা আছে প্রাণহীন মাটির বুকের অভিধানে।
আঁধারের নির্জন দেশে, আজও নীরব ছদ্মবেশে।
প্রেমের পিদিম জ্বালায় এখনও কেউ প্রিয় গানে গানে।
শুনি আজও সুর, জাগে নির্জন দুপুর,
আকার বিহীন ক্লান্ত ঝরনা ধারার কলতানে।
আজও আছে সুর ছন্দ কবিতা প্রিয় মাটির কোনে কোনে।
উড়ে চলে দিগন্তে প্রিয় জনের অজান্তে
হয়ে যায় ধীরে ধীরে নিঃস্ব দিশেহারা।
রয়েছে কিছু সুর শব্দ কিছু কবিতা, হয় হৃদয় আত্মহারা।