যেখানেই থাকি,যা কিছু শিখি-
আর নই বাস গভীর অরণ্য।
মুছে ফেলেছি, ধুইয়ে দিয়েছি-
মধুর সাধের উপাধি বন্য।
অল্প শিখেছি,মিছে বেশি বলেছি
উপাধি নিয়েছি জ্ঞানে মানি গণ্য।
বেশি বেশি লোভে,নিজের ক্ষোভে-
জ্ঞান হারিয়ে আবার হয়েছে বন্য।
মানুষ আছে মানুষের লাগি
মানুষ সদা মানুষের জন্য।
অধিক লোভের অধিক লাভে-
অবশেষে মানুষ হয়েছে পণ্য।