অগ্নি শিখার স্নেহ
মহঃ সানারুল মোমিন
পাথরের বুকে নিভৃত্যে প্রেম,
অনেক চেনা অগ্নি শিখা।
এখনও শুকোয় দাবাদাহে,
বুকের পাঁজরে বেদনা লিখা।
এক বিন্দু চোখের জল,
এক বছরেই বহুবার আনে বন্যা।
খরার প্রখর দহনে- বেদনা মাখা মনে,
নীরব দাড়িয়ে পৃথিবী জননী কন্যা।
রোদ মাখা ঝলসানো আকাশ,বুঝেছে সে সব-
ছায়াকে আদর করে, প্রখর দুপুরে।
চাঁদের উষ্ণ চাঁদনি, আজ বেদনার কাহিনী।
লিখে জোনাকিরা রাত জেগে-ধরণীর বাগে।
পাথরের বুক ফেটে বেরিয়ে আসে সভ্যতা,
ধীরে ধীরে অগ্নি শিখার হাত ধরে-
বিষাক্ত শিখায় জ্বলে সৃষ্টির শিশু কবিতা,
আজ অসহায়, পড়ে আছে অনাদরে।