হারায় আঁধারে
মহঃ সানারুল মোমিন
জীবনের কিছু আঁধারে
আমি হারায় কেন বারেবারে,
অচেনা কিছু নদী তীরে-
এসেছি আমি আপন করে
তবু সরে যাই,কেন গো দূরে
বারেবারে,শুধু আঁধারে ।
আমি হারায়---
কিছু গানে,কিছু কবিতায়
আমি হারায় সাদা পাতায়
না হয় হারায় জীবন খাতায়--
আমি হারায় কিছু গানে কিছু সুরে
আমি হারায় অচিনপুরে
শুধু আঁধারে, বারেবারে ।
আমি হারায় ---
আমি হারায় ঘন আঁধারে
তাই রাখি তারে আপন করে,
বারেবারে,এক আধারে--
ভাঙা ছেড়া ছন্দ নিয়ে
মনের মাঝে রাখি সজিয়ে
হারায় বারেবারে,ঘন আঁধারে
আমি হারায়---