বিষয়ঃ করোনা
চার্লাইনে মহঃ সানারুল মোমিন

১. করোনায় বন্দী দশা

এই করোনায়, বন্দী দশায়
কাটলো কেমন দিন?
রোজগার নাই, খাবার নাই
বাড়লো শুধুই ঋণ।

২. শ্রেষ্ঠত্বে আঘাত

সৃষ্টির শ্রেষ্ঠত্বের মস্তিষ্কে আঘাত,
জীবনে মৃত্যু ঝরে বারোমাস।
সুস্থ পৃথিবীর করুণ আর্তনাদ,
মৃদু হাসে করোনা ভাইরাস।

মুর্শিদাবাদ,পশ্চিমবঙ্গ,ভারত