ক্ষুদ্র পণ
মহঃ সানারুল মোমিন
নিয়েছি শপথ, নিয়েছি পণ।
নিয়ে অসহায় জনগণ।
গড়ব সুন্দর পৃথিবী। মনের মাঝে গড়ব প্রেম নগরী।
নেব শুধু একটু প্রেম ভালোবাসা।
আর নেব প্রাণের বাংলা ভাষা।
নেব না কিছুই আহা- মরি।
নেব ছেঁড়া রোদ, এক ফালি চাঁদ।
কাটাব মনের অবসাদ।
গড়ব একচিলতে ঘর। মনের মাঝে গড়ব প্রেম নগরী।
প্রতি হৃদয়ে থাকবে উচ্চ আশা।
থাকবে হৃদয়ের বাংলা ভাষা।
বিশ্ব জননী হবে সুন্দরী।