ঐ কৃষ্ণ কালো কেশের মাঝে-অশ্রুসাগরে।
কখন যে আসল জোয়ার মোর অন্তরে।
চেয়ে চেয়ে তোমার দেখি।
পাগল করা  তোমার আঁখি।
উথাল পাতাল করল সাগর হৃদয় গভীরে।


হিংসা ছেড়ে বহু দূরে।
হৃদয়ে রাখি কেন পুরে?
রবে উচ্চ আশা।
আর ভালোবাসা।
যাক আলোকবর্ষ দূরে।


অনেক বিদ্যা নিয়ে খোকা।
রাখল মাথা শুধু ফাঁকা।
মাছরাঙাতে মাছ কেন?
আমড়া গাছে আম কেন?
বলতে গিয়ে হল বোকা।