লিমেরিক-০১
আকাশ ছাদ যদি হয়, মাটি হোক বিছানা।
মাটি আমার নয়তো চেনা,আকাশ অজানা।
ভাবি নিশিদিন।
আমি প্রতিদিন।
সবই হৃদয়ের নিকট তবু কেন অচেনা।


লিমেরিক-০২
মাটির প্রদীপ, জ্বলে টিপটিপ, মনে ব্যথা আশাহীন।
কমে আসে আয়ু তার,অনেক বেদনা বাড়ে,প্রতিদিন।
আসছে অন্ধকার।
প্রস্তুতি যাওয়ার।
আগে পিছে দেখি আমি,আছে কিনা জীবনের কোন ঋণ।