[ লিখেছি অনেক আগে,প্রকাশ করিনি। কবিতা লিখার সময় ভয় লাগে ঠিক না ভুল লিখছি। বিশেষ করে আমার স্যার একটা বলতেন “কবিতা লিখার সময় শব্দের মধূরতা,শব্দের চয়ন,ছন্দ ,মিল ইত্যাদি ঠিক থাকে তাহলে কবিতা পড়তে ও শুনতে ভালো লাগবে”।-আজ আর স্যার নেই-কবিতার আসরে আপনারা ভালোবাসা আর আশীর্বাদ এর হাত বাড়িয়ে দিন এই কামনা আর আশা অনন্তকাল। সকলে ভালো ও সুস্থ থাকুন চিরকাল-এই কামনা । ]
..............................................................................................................................

মোর বুকের পাঁজরে,তার মাঝে ছোট্ট নীড়ে।
শুধু আশা তোমার ঘিরে,সাজিয়েছি হাজার বছরে।
স্বপ্ন একটু একটু করে,
ধীরে ধীরে,মনের গভীরে।
মুছেছি শুধু বেদনা আর যন্ত্রনা,শুধু তোমারই তরে----
......................................................।
......................................................।।
ওপার বাংলা-এপার বাংলা,মাঝে প্রাণের জলধারা,
একই ভাষা,একই প্রাণ,এক আত্মা,আমরা রয়েছি যারা।
মিলে যাই ভালোবাসা আর প্রেমের স্রোতে,
আশা,স্বপ্ন গড়ি প্রাণের মাঝে-এক সাথে।
হাতে হাত রেখে,প্রাণে প্রাণ রেখে বয়ে চলুক জীবনধারা।
......................................................।
......................................................।।
লিখে ফেলি লিমেরিক-
মনে আশা অত্যাধিক।
নেই কোনো ছন্দ,
আঃ কি আনন্দ!
মনে মনে ভাবি-আমি এক কবি।
......................................................।
......................................................।।