প্রেম সাগরে সারাবেলা।
বসে যেন কাদের মেলা?
সাজিয়ে নানা ফুল।
নাচে ভ্রমর কুল।
প্রজাপতির নানা খেলা।


রামধনুর ঐ রঙের কোলে।
লক্ষ তারা প্রদীপ জ্বেলে।
থাকে অপেক্ষায়।
যেন কার আশায়?
সাজিয়ে মালা ফুলে ফুলে।