কবিতার নেশায়,
আর অধিক ভালোবাসায়,
অনেক ছন্দ,ভালো মন্দ, লইয়া মনের আনন্দ।
অনেক প্রিয়-ওর সারা রাত্রি জাগরণ,
অথৈ জলে, জীবনের ভুলে, দিতেছে কি সন্তরণ?
প্রাণ দোলা দেয়, মনে আসে ভয়,জাগে শিহরণ।
কিসের নেশায়? কিসের আশায়?
ছুটিয়া চলি সমুখ পানে,
কিসের লাগি, চলিয়াছি কাহার টানে?
ভাবিতেছি প্রাণ-পণে।
বড়ো আশা, লিখিবো ছড়া কবিতা।
ভরিবো হৃদয়ের রাঙা স্বপ্নের পাতা।
তাহার লাগি, উঠলি জাগি।
মনের মৌমাছি-আজ নাচি নাচি,
ছুটিল দ্রুত পুষ্প কাননে।
খুঁজিয়া আনিল সুধা,পুলোকিত বদনে।
কবির নেশা,
মনের অধিক আশা আর ভালোবাসা।
মনটি ছুটিয়া চলে সুর আর ছন্দের সন্ধানে।
ভাবিয়াছি মনে, লিখিবো শ্রেষ্ট কাব্য,
রাখিবো হৃদয় মাঝে,অতি যতনে।
হৃদয়ের রাঙা প্রজাপতি,
বুঝিয়া মোর মনের মতি,
হইয়া তীব্র গতি, ছুটিলো অসীম দিগন্তে।
আনিল কি শখা? অজানা সুর,
প্রেম মধুর, মোর মনের অজান্তে।
মোর প্রাণের বিহঙ্গ,
খুঁজিল সুর-ছন্দ,বাগিচার সর্বাঙ্গ।
উঠিল মনের সাগরে, সুরের তরঙ্গ।
পাইলাম সুর-ছন্দ, লিখিবো মনের কথা?
লিখিবো কাব্য। হয়তো এটাই আমার কবিতা?