নূরের জ্যোতি
মহঃ সানারুল মোমিন
এলো এলো নূরের জ্যোতি,নূরের নবী।
শুষ্ক মরু বালির কোলে,
জাগো মানব,জাগো জগৎ
সেই জ্যোতি যায় বলে।
খুশির জ্যোতির জোয়ার বয়ে চলে।
বিকশিত শত শত ফুলে,
সেই জোয়ারে ভেসে আসে নূর নবীর ধ্বনি।
সেই ধ্বনিতে আসে ভেসে মহান স্রষ্টার বাণী।
শুনি মহান স্রষ্টার বাণী।
আসে নূরের জ্যোতি,নূরের নবী।
মিষ্টি হাসে স্রষ্টার সৃষ্টি চন্দ্র রবি।
সেই হাসিতে দেখি আমি নূরের জ্যোতি।
দেখি হারানো শত শত ফলে ফুলে।
এলো দোজাহানের প্রিয় নবী মা "আমিনার" কোলে।
যায় মৃদু মধুর বাতাস বলে।
সেই বাতাসে শুনি আমি নূর নবীর ধ্বনি।
সেই ধ্বনিতে আসে ভেসে মহান প্রভুর বাণী।
শুনি মহান প্রভুর বাণী।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
০৫/১০/২০২২
নগর,মুর্শিদাবাদ,প:ব,ভারতবর্ষ