[এই আসরের প্রিয় শ্রদ্ধেয় কবি মোঃ ফিরোজ হোসেন মহাশয়কে আমার এই ক্ষুদ্র উপহার দিলাম, সেই সঙ্গে রইল আসরের সকল কবিগণ ও পাঠগনের জন্য শুভ কামনা।]
ধীরে ধীরে জেগে ওঠে চর,
শরীর কালো ঘর।
হৃদয় নদী ভরে গেছে বালি পাথরে।
দিন প্রতিদিন এই প্রাণহীন ধড়,
হয়ে গেছে জড়।
হৃদয় নদী ভরে গেছে কালো আঁধারে।
ধীরে ধীরে মুছে গেছে সুখ,
বেড়ে চলে দুঃখ।
হতাশারা ওড়ে হৃদয় নদীর তীরে।
দিন প্রতিদিন বোবা রাখি মুখ,
ব্যথায় ভরে বুক।
যন্ত্রণা উঁকি মারে সারা হৃদয় ঘিরে।
.....................................................................
১২-০৯-২০১৮ নগর, মুর্শিদাবাদ