সময় চলেছে সময়ের হাতটি ধরে,
অন্ধকার থেকে আলোকের পথ বেয়ে
আবার অন্ধকারে।
আলোক নাকি জীবন।
একগুচ্ছ সময় তাই বুকে ধরে করেছি আপন।
বন্ধ ঘর, বন্ধ শখের জনালা।
সবই যেন মনে হয় প্রাণহীন খেলনা।
রয়ে গেছে ভাবনা চিন্তা অন্ধকার ঘরে।
ইচ্ছেরা ফিরে যায়,এসেও জীবন দ্বারে।
মিশে যায় আলোক থেকে গভীর অন্ধকারে,
অনন্তকাল সময় ধরে।