মধুর সুরে গান লিখি আজ,
প্রাণের বাংলা ভাষায়।
হাজার সুখে সুর রচি আজ,
মনের গভীর আশায়।
জয়ধ্বনি তুলি বাংলা ভাষার,
আরও ভাষা আছে পাশে।
বাংলায় আছে হরেক ভাষা,
মিলেমিশে লি্খি বারোমাসে।
মিষ্টি মধুর বাংলা ভাষায়,
হাজার স্বপ্নরা ভাসে ।
অমৃত ভাষায়,নিজের আশায়,
বিধাতা সাজায় এসে।
আজও শুনি হৃদয়ের তীরে,
প্রাণের ভাষায় গান।
ধরার বুকে রক্ত লিখায়,
বিশ্বে দিয়েছে স্থান।
ফেব্রুয়ারী একুশ তারিখ
হাজার রক্তে গাঁথা।
আজ লিখে ধরার বুকে।
তরুণ রক্তের কথা।
আজ গাঁথি ভোরের রাতে,
লাল পলাশের মালা।
বাংলা ভাষা থমকে গেলে,
গর্জায় বাহান্ন বর্ণমালা।