১.
আজ হৃদয় ভরে
স্মরণ করি ভাষা শহীদের অবদান।
মাতৃ ভাষার  লাগি
যারা হাসি মুখে দিয়ে গেছে নিজের প্রাণ।

২.
এলো ফাগুন, জ্বেলে আগুন
পুড়ে হৃদয় মন।
মায়ের ব্যথা, হৃদয় গাঁথা
জ্বালায় সারাক্ষণ।

৩.
মধুর চেয়ে মধুর ভাষা।
আমার প্রাণের মাতৃভাষা।
বাংলা মায়ের সোনার জমি।
সোনায় গড়া স্বর্ণ ভূমি।
বাংলা স্বপ্নের  একনাম।
যেন পূণ্যের স্বর্গধাম।

৪.
এলো সেই একুশে ফেব্রুয়ারী।
মোরা গান গাই শুধু তারই।
যারা শহীদ হয়ে দিল নিজ প্রাণ-
রাখলো মায়ের মান সম্মান।