(১৫-০১-২০১৮ তারিখে কবি “সমীর প্রামাণিক”-এর “কুয়াশা” কবিতার মন্তব্যে লিখা কবিতা।
শ্রদ্ধেয় কবিকে উপহার দেওয়া কবিতা।)

আমি কুয়াশা-
“ভাঙবো আশা-
লুকায় সূর্য আমার আড়ালে।
ঢাকবো ধরা, ভেবে হবে সারা।
মাত্র অল্প কিছুক্ষণ,পাবেনা সূর্যের কিরণ।
সাহায্যের হাত বাড়ালে”।


সূর্য মৃদু হেসে কয়-
“করিসনে তোরা ভয়-
ছেয়ে যাক চারিদিক ঘন কুয়াশায়।
ভয়ে ভরিস না প্রাণ-
ঐ ঘন কুয়াশা সবই আমার ভালোবাসার দান।
একটু পরে, যাবে সরে।
ভরে যাবে কিরণে চারিদিক।
সোনালী রৌদে ভরবে ধরা- হবে ঝিকমিক।
ঐ কুয়াশা, আমার প্রাণের আশা।
ক্ষণিকের অতিথি-
আমার আগমনে,অতি দ্রত ক্ষণে, হবে তার ইতি”।

----------------------------