ক্ষত
         মহঃসানারুল মোমিন

সবুজ পৃথিবীতে ক্ষত চিহ্ন,
আজও জ্বলছে অদৃশ্য দাবানলে।
মেঘরা নীরবে কাঁদে ,
ক্ষত পূর্ণ হয় বেদনার অশ্রজলে।

সুখ দিনে আঁধার নামে,
কুয়াশা ভরা রাতে জ্যোৎস্নারা হতাশ।
শিরা ধমনীতে পলির ভরাট,
নিশ্বাসে আসে  বিষাক্ত  বাতাস।

মস্তিষ্কের ভাঁজে ভাঁজে
মরিচার ঘন বিষাক্ত আবরণ।
ইচ্ছেরা বন্ধী-অদৃশ্য খাঁচায়,
প্রত্যূষের পূর্বে,আসে নীরব মরণ।