নীল আকাশের সবুজ পানে,
বাড়িয়ে দিলাম দুহাত।
কি চেয়েছি নিজেই জানিনা?
জেগে কাটলো সারারাত।
গ্রীষ্মের দুপুরে তৃষ্ণায়
চাতকের করুন আর্তনাদ।
ধীরে ধীরে নিঃস্ব আজ।
ছিলনা তার কোনো প্রতিবাদ।
বাংলার সবুজ মেঠো পথ,
আর নদীর সোনার বালুচর।
কাদের রোশে ভস্ম হলো
গরীবের কুঁড়োঘর ।
ধানের সোনার ক্ষেত
আর পদ্মের জলাশয়।
কাদের আগুনে পুড়ে
ছারখার,হলো ধুলিময়।
জ্বলে অন্তর-জ্বলে পাঁজর
জ্বলে রক্তনালী।
কারা যেন সুখে থাকে-
বাজায় হাতের তালি।
........................।