১.-----
ও আমার প্রাণ সজনী,
কাটিয়ে সারাটি রজনী।
যাচ্ছ কোথায় চলে?
যাবার সময় কানে কানে,
দাওনা একবার বলে।


......................................................।
......................................................।
২.----
মন হাহাকার,
প্রাণ ছারখার।
দাও না একটু প্রেমের সুধা?
ঝরে গেছে সব ফুল,
হয়নি-তো কোনো ভুল?
কৃষ্ণ লাগি যেমন-কাঁদল  রাধা।