চেয়ে দেখো ঐ আকাশ পানে,
আছে কেমন বিষাদ মনে।
জমেছে মেঘের উপর মেঘ,
ব্যকুল সুরে-ডাকছে দেখ ভেক।
কাঁদছে আকাশ,কাঁদছে বাতাস,
ঝরে দুঃখের বাদল ধারা।
ব্যথায় ব্যথায় আজও কাঁদে
আমার সবুজ ভুবন ধরা।
ঝরে গেছে আজ শ্রাবণ দিনে,
আমার প্রাণের সাধের রবি।
দুরে ঐ নদীর জলে, কেয়া ফুলে
আঁকে বিষাদ মনের ছবি।
তপ্ত খরার বৈশাখ শীতল হল
উজ্জ্বল রবির আগমনে।
২২ শে শ্রাবণ, বিষাদ করে মন।
চলে গেলেন আনমনে।
কাঁদে আজও আমার হৃদয়,
বিষাদ ২২ শে শ্রাবণ।
তুমি যে রত্ন, স্বর্ণ মানিক
বিশ্ব করে আজও স্মরণ।