ভাঙা বাড়ি,চালা ঘর।
প্রাণ মন সব পর ।-
কাঁদে এ হৃদয় - খুঁজে কর্ম অন্ন।
এ অধম শরীরের জন্য।
আয় মামা চাঁদ, আয়
মন অবসাদ, হায়!
নাই ভাত, ফাঁকা পাত-
অপেক্ষায় তোর জন্য।
মন জুড়াবো, খিদে তাড়াবো।
তোর দেখে, কিছু শিখে।
মনের ব্যথা রাখবো শূন্য।
....................................।।
২০-০৩-২০১৭
নগর, মুর্শিদাবাদ