কী সুন্দর দেখি তোমার রূপের ঝলকে
প্রাণের সাগরে তুলো জোয়ার-চোখের পলকে।
রঙ্গিল স্বপ্ন-আশা উড়াও হৃদয় সাগরে
আশা-ভালোবাসার দিয়েছো স্রোত মোর অন্তরে।

রূপের হাসি-জ্যোৎস্নার রাশি-ঝরিয়ে আননে
ফুলে-ফলে ছড়িয়ে প্রেম-বসন্তে কাননে।
স্বপ্ন-আশার এঁকেছ নানা ছবি রামধনুর বুকে
দাও ভালোবাসা একটু খানি-ছড়িয়ে দিকে দিকে।