যেদিকে তাকাই
মন ভরে যায়।
চারিদিকে দেখি
মেলে দুই আঁখি-
কি অপরূপ
বিধাতার অবদান।
জেগে ওঠার আগে-
ঐ কুসুম বাগে,শুনি
ভোরের পাখির গান।
দু নয়ন মেলে
বন্ধ হৃদয় খুলে
দেখি,আকাশ ভরা তারা।
আকাশের বুকে
শত হাজার সুখে-
আছে দেখি আজ
স্নিগ্ধ জ্যোৎস্না ভরা।
দিনের বেলায়,
পাগল খেলায়,
দেখি হাসছে সোনার রবি।
বর্ষা বাদল দিনে-
রামধনুর রঙ কিনে,
দেখি,আঁকছে কি অপরূপ ছবি।
আকাশের বুকে
কি স্বপ্ন সুখে,
কার অবদানে
ভাসল রুপার মেঘ।
কার ভালোবাসায় ?
প্রাণহীন হৃদয়-
পেল বাতাসের চেয়ে
দ্রুত গতিবেগ?
মাটির শুকনো কোলে
সব কিছু ফেলে- আনন্দে
ঘুমায় শত শত প্রাণ।
কার আহ্বানে?
কার অবদানে?
ঘুম ভেঙে গায় শুধু তাঁর গান।
কে দিয়েছে সুর-
কে দিয়েছে গান?
নদীর বুকে আর পাখিদের মুখে?
কার ভালবাসায়?
জুড়ায় মন হৃদয়?
শত জন থাকে চির সুখে।
শত তারা জাগে।
সন্ধ্যা নামার আগে।
পাই হাজার শত বন ফুলের ঘ্রাণ।
ঝর্ণার জল ধারা-
শান্তির জগৎ ভরা-
সবই সেই মহান প্রভু, স্রষ্টার অবদান।