জানিনা,
কখন আসবে সময় ? কেন ভুলে যাই?
দিবো চির ঘুম,মাটির কোমল বিছানায়।

সদা কেন ভুলে যাই? এ জগৎ মোর নই।
রঙ্গিন স্বপ্ন নিয়ে,যা নাই, তার বেশি চাই।
এ জগৎ সদা কোন পথে চলমান?
কেন মোরা তার পিছে পিছে ধাবমান?

মন কি যেন চাই?
কোন স্বপ্নের পিছে ছুটে যাই?
ভাবিনা শেষটি কোথায় ?
ঠিকানা পৃথিবীর মাটির বিছানায়।
পাটনীর বিলে, রাত্রির ঝিলিমিলি জলে।
ভাসে কত স্বপ্ন, ইচ্ছা, চন্দ্রিমার জ্যোৎস্নায়।

এ জগৎ মোর নই-জানে বিশ্বময়।
যা পেয়েছি সেগুলোও মোর নয়।
মরণ কালে, ধরার কোলে।
সদা একা থেকে যাই।
মাটির কোমল বিছানায়

..................।।