পূন্যতে শূন্যতা,
কেন উদাসীন?
নীতিতে ভীতিতে
আছি সারাদিন।
ছন্দতে গন্ধতে
উতলাতে মন।
প্রীতিতে গীতিতে
ভাসি সারাক্ষণ।
মিথ্যাতে ভুলেতে
খুব পায় সুখ?
সত্যতে, সঠিকে
পায় কেন দুঃখ।
ভাষাতে, আশাতে
রাখি শুধু ফাঁক।
কোকিলের বেশেতে
থাকি দাঁড়কাক।