কেন কাঁদো? আকাশ সাগর,
একটু আমার বলো।
তোমায় আমি দিবো আদর?
যখন তখন জড়িয়ে থাকো মেঘের মত চাঁদর।
আর কেঁদো না,এবার আমি করব তোমায় আদর।
বর্ষাকালে কাঁদো বেশি,
একটু আমার বলো।
কে কেন তোমায় বকে?
তোমায় বুকে বিজলী দিয়ে,কে ছবি আঁকে?
একটু খানি করবো আদর,বলে রেখেছি মাকে।
বুকে তোমার আলো জ্বলে।
একটু আমার বলো।
কিসের এ তো জ্বালা?
হাজার হাজার আলো জ্বেলে,কিসের কাদের খেলা?
গভীর রাতে চাঁদের সাথে বসে লক্ষ তারার মেলা।
রচনাঃ----২০০২