বিল বেলুনের জলে-
তার মাঝে কোন এক স্থলে।
কে ওগো-সিক্ত শ্বেত বসনা?
গভীর এক রাতে-
চন্দ্রমনির সাথে,
ছড়াও প্রেমের জ্যোৎস্না।
শ্বেত পদ্ম লয়ে-
পুষ্প আলয়ে,
সাজিয়ে প্রেমের বিছানা-
কে ওগো- ঊজ্জ্বল প্রেম নয়না?
ভ্রমরের গুঞ্জন-
আর নিয়ে পাখির কূজন,
করেছো প্রেমের রচনা-
কে ওগো-সিক্ত শ্বেত বসনা?
ছড়িয়ে মেঘ কালো চুল-
সাজিয়ে হাজার ফুল,
ডেকেছ আদরে কত না?
ও আমার প্রেম নয়না।
....................................।