চার্লাইনঃ কাশফুল
মহঃ সানারুল মোমিন
নগর,খড়গ্রাম,মুর্শিদাবাদ,পঃব,ভারত
১) অভিমানী কাশ
আকাশের বুকে,ছেঁড়া ছেঁড়া মেঘে
শত বর্ষের সঞ্চিত অভিমান।
শরতের দিনে,একা আনমনে,
কাশফুল লিখে বেদনার গান।
২) বৃষ্টি ভেজা কাশ
বেশ তো ছিল,রৌদ্র আলো,
ছিল কাশফুলে হাসি,ছিল মিষ্টি সুরে বাঁশি।
এক নিমেশে , বৃষ্টি এসে,
মুছে দিল সুখ হাসি, দুঃখ দিল কত বেশি।