সবুজ মাঠে নদীর ঘাটে,
ভরেছে আজ কাশফুল।
নদীর বুকে মনের সুখে
হাসে পদ্ম, শাপলা ফুল।


আকাশ বুকে মনের সুখে
মেঘ ছানা আজ হাসে।
মনের টানে,অজানা গানে
নেমে আসে শ্বেত কাশে—

রোদ মাখা আড়াআড়ি,
রবি-মেঘের লুকোচুরি ।
মন খেলা ঐ  গগনে,
ঝরে পড়ে  কাশবনে।