কাশ ও শরৎ
মহঃ সানারুল মোমিন
আকাশ বুকে মনের সুখে
হাসে প্রাণের রবি।
সকাল বেলা বিকেল বেলা
আঁকে নানান ছবি।
কিরণ পড়ে নদীর পাড়ে
আদর মাখা ঘাসে।
ঝিলিক হাসি সুরের বাঁশি
শিশির ভেজা কাশে।
রৌদ্র হাওয়া সুরে গাওয়া
লুকোচুরির খেলা।
কাশের বনে আপন মনে
চলে মেঘের ভেলা।
রোদ দুপুরে জল নূপুরে
এল শরৎ রাণী।
মেঘের ভেলা কাশের খেলা
শুনি তার আগমনী।