জন শুন্য-
আজ এই মানবের অরণ্য,
শুধু চিৎকার-হাহাকার মানবের মাঝে।
সিমেন্ট,বালি –
পাথরের গাঁথানি-সকাল বিকাল সাঁঝে।
পাষাণ-পরাণ,
পড়ি--- নিষ্ঠুর,কর্কশ,
শুকুনের আঁখির নজরে,
শোষিত হয়,শরীরে ঘাম,রক্ত আর পরিশ্রম-
একবার নয়-বারবার-বছরের পর বছরে।
কাঁদবে পরাণ-
কাঁদবে পৃথিবীর জীবকূল-
প্রেম ভালবাসা হবে বিলীন-চিরদিন।
ব্যকুন হবে-সকলের পরাণ খানি,
ধুলায় লুটায়ে,কাঁদবে-তুমি,আমি-সকল জ্ঞানী।